মাওবাদী হানা
রায়পুর: ছত্তিশগড়ে ফের মাওবাদী হানা। যার জেরে শহিদ হলেন ৫ জওয়ান। এছাড়া কমপক্ষে ১২ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। অন্যদিকে পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিকেশ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কতজন মারা গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।
আরও খবর পড়ুন – রাজ্যে কমল টিকাকরণের হার,ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের হার
সূত্রের খবর, বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপি এবং রাজ্য পুলিশের এসটিএফ ও ডিআরজি-র যৌথ বাহিনী। আচমকা, জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।
দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী শহিদ হন। তারপর ফের ভয়াবহ এনকাউন্টারে শহিদ হলেন পাঁচজন নিরাপত্তা রক্ষী।
মাওবাদী হানা