Mumbai-Kolkata Flight Turbulence
কলকাতা: কলকাতায় আসার পথে মুম্বাইয়ের বিমান বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে আহত হন ৮ যাত্রী। তার মধ্যে তিনজন গুরুত্বর ভাবে আহত হয়েছেন। সোমবার বিকাল পাঁচটার এয়ার ভিস্তারা বিমানের অবতরণের সময় এই বিপত্তি ঘটে। এয়ার টার্বুলেন্স বা শূন্যে ঝাঁকুনির ফলে আহত হন যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন বিকাল থেকে কলকাতায় ঝড়-বৃষ্টির কারণে এই রকম বিপত্তির মুখে পড়ে বিমানটি। মাঝ আকাশে ২০ হাজার থেকে ১৭ হাজার ফিটে নামার ফলেই একটি ভীষণ ঝাঁকুনির শিকার হন বিমানের যাত্রীরা। একে বিমান পরিবহণের পরিভাষায় বলে এয়ার টার্বুলেন্স। সেই সময় ল্যান্ডিংয়ের সংকেত দেওয়া হয়নি। তার ফলে অনেক যাত্রীই আসনের সামনে ঝুঁকে পড়ে যান।
আরও পড়ুন…ইয়াস কাটিয়ে আবার দুর্যোগের মুখে বাংলা, সতর্কবার্তা নবান্নের
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, তিন জন যাত্রী গুরুত্বর ভাবে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক যাত্রীর কাঁধের হাড় সরে গেছে। একজন মহিলার হাত ভেঙে গেছে ও আর এক জন যাত্রীর মাথায় চোট লেগেছে। বিমান ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গেই তাঁদের পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভীষণ ভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতের জেরে বিভিন্ন জেলা থেকে এসেছে মৃত্যুর খবর। একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। এদিন বিমানের এই বিপত্তিও ঘটে বৃষ্টিপাতের কারণে। ঘটনার তদন্ত চালানো হচ্ছে বিমান সংস্থা দ্বারা।