Flipkart sale 2021এ 291 টাকায় আজই ল্যাপটপ কিনুন!

0
66

Flipkart sale

লড়াই ২৪ : 24 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স ওয়েবসাইট Flipkart এ শুরু হয়েছে Big Savings Days সেল। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টটিভি, ল্যাপটপ সব বিভিন্ন প্রোডাক্টে মিলছে আকর্ষণীয় ছাড়।

মাত্র 291 টাকা খরচ করে কেনা যাবে নতুন Avita PURA APU ল্যাপটপ। এই Avita PURA APU ল্যাপটপের দাম 27,990 টাকা। তবে Flipkart সেলে 20,990 টাকায় এই ল্যাপটপ কেনা যাচ্ছে। অর্থাৎ নতুন এই ল্যাপটপ কিনলে মিলবে 25 শতাংশ ছাড়। এর সঙ্গেই মিলছে অতিরিক্ত 500 টাকা ছাড়।

SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ কিনলে আরও 2,099 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ 18,391 টাকায় পাওয়া যাবে Avita PURA APU ল্যাপটপ।
এক্সচেঞ্জ অফারে বিপুল ছাড়
এই অফারের সঙ্গেই এক্সচেঞ্জ অফার দিচ্ছে Flipkart।

পুরনো ল্যাপটপ এক্সচেঞ্জ করে এই ল্যাপটপ কিনলে 18,100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ মাত্র 291 টাকা খরচ করেই কেনা যাবে Avita PURA APU ল্যাপটপ। কারণ 18,391 টাকা থেকে ছাড় পাওয়া যাবে 18,100 টাকা।

Avita PURA APU ল্যাপটপ স্পেসিফিকেশন :-

কম ওজনের পাতলা এই ল্যাপটপে রয়েছে একটি 14 ইঞ্চি HD TFT IPS ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন 1366 x 768 পিক্সেলস। Avita PURA APU ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। এই ল্যাপটপে থাকছে APU Dual Core A6 প্রসেসর। সঙ্গে রয়েছে 4GB RAM ও 128GB SSD।

এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য থাকছে একটি USB 3.0 Type-C পোর্ট, একটি mini HDMI পোর্ট। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে WiFi 802.11a/b/g/n, Bluetooth V4.2। 1.34 কিলোগ্রাম ওজনের এই ল্যাপটপে একটি VGA ওয়েবক্যাম দিয়েছে Avita।

Flipkart sale

শেয়ার করে ভারতীয় হওয়ার গর্ব করুন

আপনার মতামত জানান