নদীতে ভেসে আসছে মূল্যবান সোনা-রুপোর গয়না, হুলস্থুল গ্রামবাসীদের মধ্যে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নদীতে ভেসে আসছে মূল্যবান সোনা-রুপোর গয়না, হুলস্থুল গ্রামবাসীদের মধ্যে

ভেনিজুয়েলা: ২০২০ সালটা অবশ্যই অন্যরকম । কিছুটা খাপছাড়া, কিছুটা শকিং, কিছুটা ঘেঁটে ঘ, আবার খানিকটা রহস্যজনকও । এ বছর এমন অনেক ঘটনা ঘটেছে যা আগে কখনও বিশ্ববাসী কল্পনাও করতে পারেনি । তেমনই ক্যারাবিয়ান সাগর দিয়ে ঘেরা ভেনিজুয়েলার গুয়েকা নামের এই ছোট্ট গ্রামের বাসিন্দারাই কী ভেবেছিলেন, তাঁদের গ্রামের নদীতে ভেসে আসবে বহু মূল্যবান সোনা-রূপোর সব গয়না!

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে গত তিন মাস ধরে এমনটাই হচ্ছে গত সেপ্টেম্বর মাস থেকে । ভেনিজুয়েলার একটি জেলেদের গ্রামে প্রতিনিয়ত ঘটে চলা এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন গ্রামবাসীরাও । আর খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে । গ্রামবাসীরা নদীতে নেমে গয়না সংগ্রহে ব্যস্ত । এই আজব কান্ড দেখতে আশেপাশের এলাকা থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে । কেউ কেউ আবার গয়নার খোঁজে দিনরাত এক করে নদীর জলে দাঁড়িয়ে রয়েছেন ।

সেপ্টেম্বর মাসে প্রথম নদীর জল থেকে একটি সোনার মেডেলের মতো জিনিস হাতে পান ২৫ বছরের ইয়লমান লারেন নামের গ্রামেরই এক মহিলা । ওই টুকরোয় মাদার মেরির প্রতিকৃতি খোদাই করা ছিল । নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না লারেন । সোনার মেডেলটি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি । একটি সাক্ষাৎকারে লারেন বলেন, জীবনে এই প্রথম তাঁর সঙ্গে এত ভাল কিছু ঘটল ।

এরপর বিষয়টি জানাজানি হয় । নিমেষের মধ্যে ওই গ্রামে লোক সংখ্যা বাড়তে থাকে । অনেকেই ঘন্টার পর ঘন্টা জলে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে শুরু করেন । এমনকি ডজন খানেক গ্রামবাসী দাবি করেছেন তাঁরা নদী থেকে মূল্যবান অলঙ্কার পেয়েছেন । যা বিপুল দামে বাজারে বিক্রি করেছেন তাঁরা ।

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোথা থেকেই এই সোনা-রূপোর গয়না নদীর জলে আসছে তা এখনও জানা যায়নি ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment