শ্রমিকদের উৎসাহ দিতে ‘কাজের বিনিময়ে খাদ্য’, নয়া কর্মসূচি প্রশাসনের
ক্যানিং: ১০০ দিনের কাজের বদলে এবার টাকার পাশাপাশি মিলবে খাদ্যসামগ্রী। এমনই এক অভিনব কর্মসূচি নিতে দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের অধীনে নিকরিঘাটা গ্রাম পঞ্চায়েতে।
ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী সাফুই ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের হাতে কাজের শেষে তুলে দেন তেল, মশলা সহ একাধিক খাদ্যসামগ্রী।
এপ্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, শ্রমিকরা ‘একশো দিনের কাজে’র মজুরি পান ঠিকই তবে হাতে পেতে দেরি হয়। রেশন থেকে চাল, আটা পাওয়া গেলেই রান্নার জন্য তেল মশলার প্ৰয়োজন হয়। নগদ টাকা হাতে না-থাকায় কিনতে পারছেন না।
তাই আমরা নিজেদের টাকা মশলা, তেল, সয়াবিন, বিস্কুট, চা, আলু আর কিছু চাল বিনা পয়সায় তাঁদের হাতে তুলে দিয়েছি। যতদিন পর্যন্ত না ‘করোনা’র সমস্যা মিটছে ততদিন অবধি আমরা মাঝেমধ্যে এই ভাবে কিছু কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করবো।