হাই ড্রেনের ওপর থাকা দোকান গুলির জবরদখল উচ্ছেদ পুরসভার, ভবিষ্যৎ কী তাঁদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Bhatpara News

লড়াই ২৪ : ভাটপাড়ার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ঝাউতলায় নিকাশি খালের ওপর জবরদখল দোকান, ক্লাব, পার্টি অফিস উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল গত ২৯ ডিসেম্বর পুরসভার তরফে। সাতদিনের মধ্যে সমস্ত দোকান ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল ভাটপাড়া পুর কর্তৃপক্ষ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

উচ্ছেদের নোটিশের পর অধিকাংশ দোকানদার নিজেরাই ভেঙে ফেলেন। পুর প্রশাসক গোপাল রাউত ও জগদ্দল থানার আই সি প্রদীপ কুমার ডানের উপস্থিতিতে আজ ভাঙার কাজ শুরু হয়েছে।
সমীর মন্ডল নামে এক দোকানদারের অভিযোগ, ২০ বছর ধরে দোকান করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু পুরসভার দোকান ভেঙে দিল। এবিষয়ে পুর প্রশাসক গোপাল রাউত বলেন, ঝাউতলা খালের ওপর দোকানপাট থাকায় সাফাই করতে অসুবিধা হচ্ছিল। ঠিকমতো সাফাই না করায় খালটি মজে গিয়েছিল। ফলে প্রতি বর্ষনে পাচঁটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছিল। তাই পৌরসভার এই সিধান্ত।

Bhatpara News

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment