প্রয়াত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা প্রয়াত
ভাঙড়: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আর তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকাহত সব রাজনৈতিক মহল।
১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচিত হন তদানীন্তন ভাঙড়ের দাপুটে সিপিএম নেতা প্রয়াত ডা: আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি পাঁচ বছর ভাঙড়ের বিধায়ক ছিলেন।
দীর্ঘদিন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে দল বিরোধী কাজকর্মের জন্য দল থেকে বহিষ্কৃত হন। এদিন তাঁর মৃত্যু খবর শুনে তাঁর শ্যামনগরের বাড়িতে শ্রদ্ধা জানাতে হাজির যান সিপিএম নেতা রশীদ গাজী, তুষার ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
ওনার পরিবার সুত্রে জানা গিয়েছে, আব্দুর রাজ্জাক সাহেব বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।