এবার থেকে করোনায় মৃত হলে শেষবারের মত তাকে দেখতে পাবে পরিবার:সিদ্ধান্ত নবান্নের
নবান্ন: দেশজুড়ে করোনা সংক্রমণ শুরু হতেই আইসিএমআর এক নির্দেশিকা জারি করে শেষবারের মত করোনায় মৃত ব্যক্তিকে দেখার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর বাকি সব রাজ্যের মত এরাজ্যেও সেই নির্দেশিকা লাগু করেছিল রাজ্য সরকার।
তবে, করোনাতে যদি কারোর মৃত্যু হয়, এবার থেকে সেই মৃতদেহ পরিবারের সদস্যরা মদেখতে পাবেন, এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে। এমনটাই নবান্ন সূত্রে খবর।
রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, যে হাসপাতালে রোগী মারা যাবেন, সেই হাসপাতালেই পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পাবেন। তবে মৃতদেহকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না।
হাসপাতালের একটা নির্দিষ্ট জায়গাতে নিরাপদ দূরত্ব মেনে পরিবারের লোকেরা মৃতদেহ দেখতে পাবেন। এমনকি মৃতদেহকে যাতে স্পষ্ট করে শেষবারের মতো দেখতে পায়, তার জন্য স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ ভরা থাকবে বলে জানানো হয়েছে।