Mamata Banerjee news
লড়াই ২৪ নববারাকপুর : করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ও ফলের ঝুঁড়ি পৌছে গেল আক্রান্তদের কাছে। ঝুড়িতে রয়েছে আপেল, কমলালেবু, পেয়ারা থেকে শুরু করে নানা ফল। রবিবার দুপুরে নববারাকপুর পুরসভার সেফ হোমে করোনা আক্রান্ত মোট ৫০ জন পুরুষ ও মহিলাদের কাছে সেগুলি পৌছে দিলেন নববারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা, পুরসভার কোভিড নোডাল অফিসার দেব প্রসাদ রাহা, পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য জয়গোপাল ভট্টাচার্য, সুমন দে, কোঅর্ডিনেটর মনোজ কুমার সরকার, পুরসভার আধিকারিক সজল দাস নন্দী সহ পুর কর্মচারীরা।
আক্রান্ত রোগীদের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী ও পুর নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বার্তা Get Well Soon। পুরুষ ও মহিলা সেফ হোমে সকালে প্রাতরাশে টিফিনে ফলও দেওয়া হয় ।মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে রীতিমতো অভিভূত করোনা আক্রান্ত ও তাদের পরিবারের সদস্যরা।রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক নির্দেশে এই বিশেষ প্রীতি উপহার ফলের ঝুড়ি প্রদান শুরু হল। মুখ্যমন্ত্রী সবসময় এভাবেই মানুষের প্রতি তাঁর সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করে থাকেন বলে দাবি পুরসভার মুখ্য প্রশাসকের।
Mamata Banerjee news