Fuel Prices continue to rise
কলকাতাঃ মূল্যবৃদ্ধিতে আবারও সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেল। আজ নতুন করে দাম বাড়ল দুই জ্বালানিরই। এই নিয়ে পর পর ১১ দিন ধরে দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। কলকাতায় পেট্রলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে।
ক্রমাগত গ্যাস ও তেলে দামবৃদ্ধির জন্য আগামী কাল জাগায় জাগায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃনমূল কংগ্রেস।এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান পার্থ চট্টোপাধ্যায়। টানা ১১ দিন ধরে তেল ও গ্যাসের দাম ক্রামগত বেরেই বলেছে। যার জেরেই এই প্রতীবাদ মিছিল।
আগামী শনি ও রবিবার প্রতীবাদ মিছিল। কাল দক্ষিণ কলকাতা ও যাদবপুর এলাকায় প্রতিবাদ মিছিল শুরু হবে।
এবং রবিবার ঠাকুরপুকুর ও শ্যামবাজার এলাকায় চলবে প্রতিবাদ মিছিল।
আজ শহরে পেট্রোলে দাম ৯১.৪১ টাকা। ডিজেলর দাম ৮৪.১৯ টাকা এবং জ্বালানি গ্যাসের দাম ৭৯৫ টাকা।
ক্রমাগত এই দামবৃদ্ধির জেরে অসুবিধায় আমজনতা।
Fuel Prices continue to rise