কলকাতা – ভোটের আর কিছুদিন বাকি আর তার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের সম্পূর্ণ দল।
২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন শুরু হবে ২৭শে মার্চ থেকে চলবে ২৯শে এপ্রিল পর্যন্ত। আটটি দফায় ভোট চলবে বঙ্গ জুড়ে। দোসরা মে ফল ঘোষণা। সুত্রের খবর, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ তাই মঙ্গলবার রাজ্য সফরে কমিশনের ফুল বেঞ্চ। এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন জানা গেছে।
সুত্র মারফত জানা গেছে, মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার কথা তাঁদের। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দুপুর বারোটা নাগাদ বৈঠকে বসবেন তাঁরা। এরপর বেলা তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার, জেলাশাসক ও অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছ কমিশনের। পরের দিন অর্থাৎ ২৪শে মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশন সকালে সাংবাদিক বৈঠক করতে পারে। সেখানে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি ও পরিস্থিতির তথ্য তুলে ধরবেন তাঁরা।