কলকাতা – ভোটের ঘণ্টা বেজে গেছে, তবে প্রার্থী কে হবে তা জানানো হয়নি। সূত্রের খবর, আজ ২৯৪ টি আসনের ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই থিমেই বাংলা নিজের দখলে রাখতে সচেষ্ট শাসক দল।
এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে। আগের তুলনায় মহিলা প্রার্থীর সংখ্যা বেশি থাকার সম্ভাবনা আছে। একই সঙ্গে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। অন্যদিকে যাদের বয়স ৮০ অতিক্রম করে গিয়েছে, তাঁরা আর টিকিট পাবেন না বলে ঠিক করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে তৃণমূল নজর দিয়েছে মহিলা, যুবা ও স্বচ্ছ ভাবমূর্তির দিকে৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে নন্দীগ্রাম থেকে এবার লড়বেন তা নিশ্চিত করেছেন আগেই।