১। গাঁদাল পাতার রস ২-৪ চামচ একটু গরম করে ৯-১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে থোকা থোকা আম পড়া বন্ধ হয়। দিনে ১বার করে ৪ দিন খান।
২। অনেক সময় দেহের কোন অংশ পঙ্গু হয়ে যায় কিন্তু সেই অঙ্গের স্পর্শশক্তি থাকে, এক্ষেত্রে গাঁদাল পাতা যদি খাওয়া যায় এবং সেই জায়গায় নিয়মিত লাগানো যায় তবে ২ বছর বাদে সেই জায়গা আস্তে আস্তে ভাল হতে পারে।
৩। ২৫ গ্রাম গাঁদাল পাতার ঝোল ২-১ টুকরো কাঁচালঙ্কা দিয়ে রান্না দুপুরে করে খেলে আম, অজীর্ণ দোষ চলে যায়।
৪। যাদের মল প্রায় শুকনো হয় এবং পেট ফাঁপে তারা যদি প্রতিদিন সকালে ১ চামচ গাঁদাল পাতার রস ১ চিমটে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে ঐ দুটো দোষই চলে যাবে।
৫। খুব ভোরবেলা ৫ চামচ গাঁদাল পাতার রসের সঙ্গে ১ চামচ সর্ষের তেল মিশিয়ে ২ মাস খেলে বাত রোগ সারে।
৬। গাঁদাল পাতার রস (১ চামচ) এর সঙ্গে ১ কোয়া রসুন চিবিয়ে খেলে ৪ সপ্তাহের মধ্যে আমরাতের যন্ত্রণার লাঘব হয়।