৩২ বছর ধরে করছেন ট্রাফিকের কাজ, নেন না কোনও বেতন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

gangaram traffic

নয়াদিল্লি: আপনি কি কখনও শুনেছেন কোনও ব্যক্তি বেতন ছাড়াই কোনও কাজ করে চলেছে? তাও একদিন না, প্রতিদিন, টানা ৩২ বছর! প্রতিদিন তিনি ট্রাফিক লাইটে যান, সেখানে ট্র্যাফিক হিসেবে কাজ করেন। কিন্তু এর জন্য তিনি কোনও বেতন নেন না। বা কোনও টাকা নেন না। করেন পুরোটাই ফ্রি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

দিল্লিতে সিলামপুর রেড লাইট সিগ্ন্যালে গেলে দেখা মেলে এক প্রবীণ ব্যক্তির। যিনি কিনা গত ৩২ বছর ধরে ট্র্যাফিকের কাজ করে চলেছেন। তবে এর জন্য তিনি কখনই বেতন নেননি।

দুই যুবতির মধ্যে প্রেম, মন্দিরেই সেরে ফেললেন বিয়ে

গত ৩২ বছর ধরে তিনি ট্র্যাফিক পুলিশের মতো পোশাক পরে যান এবং লাল আলোতে ট্র্যাফিক পরিচালনা করেন। সকলে প্রথমে ভেবেছিলেন তিনি সত্যিই ট্রাফিক পুলিশের কাজ করেন। তবে ব্যাপারটা মোটেই তেমন না।

এই ব্যক্তির নাম গঙ্গারাম। তাঁর বয়স ৭২ বছর। তিনি প্রতিদিন সকাল 9 টা থেকে রাত 10 টা পর্যন্ত ট্র্যাফিক ক্লিয়ার করার কাজ করেন। এর আগে তিনি সিলামপুরে টিভি মেরামতের কাজ করতেন। কিন্তু কেন এই কাজ করেন তিনি?

অবাক কান্ড, আশুতোষ কলেজের ভর্তির লিস্টে প্রথমেই নাম সানি লিওনের

জানা গিয়েছে, তাঁর একমাত্র পুত্র এই সিলামপুর রেডে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। ছেলের মৃত্যুর পরে গঙ্গারামের স্ত্রীও কয়েকদিনের মধ্যেই মারা যান।

সেদিন থেকে তিনি ট্র্যাফিক সিগন্যালে মানুষের সুবিধার্থে এই কাজ শুরু করে দেন। যাতে আর দুর্ঘটনায় কারোর প্রাণ না যায়। এই মহৎ উদ্দেশ্যে তাকে সরকার বহুবার ভূষিতও করেছে। এমনকি তার কাছে মোবাইল ফোনও ছিল না। পুলিশ তাকে একটি মোবাইল ফোনও দিয়েছে। আমাদের গঙ্গারামের মতো নায়ক দরকার। তাঁকে কুর্নিশ।

gangaram traffic

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment