Prisoners
লড়াই ২৪ ডেস্ক: পুলিশ লকআপের ভিতর গ্যাংস্টারদের মদের পার্টি; ফুর্তির ভিডিও ভাইরাল হতেই হইচই। পুলিশ লকআপের ভিতরে বসে চিপস এবং অন্যান্য খাবারের সঙ্গে চলছে মদে চুমুক। এই ভিডিও ভাইরাল।
এই ভাইরাল ভিডিও দেখেই আন্দাজ করা যায়; লকআপের মধ্যে কতটা ছাড় পায় বন্দিরা সেটা ৷ লকআপের মধ্যেই একেবারে মোচ্ছবের ভিডিও৷ মদের সঙ্গে আরও কত আয়োজন৷ একেবারে জমিয়ে পার্টি চলছে গ্যাংস্টারদের ৷ কোনও রাখঢাক নেই৷
আরও পড়ুন……………..৮ বছর ধরে চললো খুনের মামলা, অবশেষে নির্দোষকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ি আদালত
সকলে মিলে বসে চলছে মদের আসর৷ এবং সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এতটাই হিম্মত দুষ্কৃতীদের ৷ ২৪ সেকেন্ডের সেই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গেল সর্বত্র৷
গ্যাংস্টার নীরজ বাওয়ানার সহযোগী রাহুল কালা ও নবীন বলি যেখানে সেখানে মদ্যপান করতে পারে ৷ জেলের লকআপেও কোনও ভয়-ডর নেই তাদের ৷ এই দুই ভাই মন্ডোলি জেলে ছিল৷ তবে সেখান থেকে আবার তাদের পুনরায় গ্রেফতার করা হয়৷ সেখান থেকে তাদের স্পেশ্যাল সেলে রাখা হয়েছিল কিছুদিনের জন্য৷
তবে ভিডিওটি স্পেশাল সেলের কার্যালয় নাকি মান্ডোলি জেলের তা নিশ্চিত করেনি দিল্লি পুলিশ। চব্বিশ সেকেন্ডের ভিডিওতে রাহুল এবং নবীন সহ চারজনকে দেখা গিয়েছে ৷
মাটিতে বসে ফোনে কথা বলা এবং ধূমপান করতে দেখা গিয়েছে ১-২ জনকে। লকআপের বাইরে সেই সময় দু’জনকে বসে থাকতে দেখা গিয়েছে।
Prisoners