কলকাতা: ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন সিলিন্ডারে ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়ছে সাড়ে চার টাকা। ফলে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬২০ টাকা ৫০ পয়সা। gas price lpg
এর আগে জুনের শুরুতেও বেড়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম। ফের আরও একবার দাম বাড়ায় মুশকিলে সাধারণ মানুষ।
চিনা অ্যাপ বন্ধ করলেন মোদী, ক্ষেপে লাল চিন
এমনিতেই পেট্রোলে ডিজেলের দামে চোখে অন্ধকার দেখছে মানুষ। মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ১০ পয়সা। ডিজেল লিটারপ্রতি ৭৫ টাকা ৬৪ পয়সা। জ্বালানির খরচে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত। এর মধ্যে ফের গ্যাসের দাম বৃদ্ধিতে অশনি সংকেত মানুষের কপালে।
gas price lpg
ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন সিলিন্ডারে ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়ছে সাড়ে চার টাকা। ফলে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬২০ টাকা ৫০ পয়সা।
এর আগে জুনের শুরুতেও বেড়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম। ফের আরও একবার দাম বাড়ায় মুশকিলে সাধারণ মানুষ।
এমনিতেই পেট্রোলে ডিজেলের দামে চোখে অন্ধকার দেখছে মানুষ। মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ১০ পয়সা। ডিজেল লিটারপ্রতি ৭৫ টাকা ৬৪ পয়সা। জ্বালানির খরচে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত। এর মধ্যে ফের গ্যাসের দাম বৃদ্ধিতে অশনি সংকেত মানুষের কপালে।
এমনিতেই পেট্রোলে ডিজেলের দামে চোখে অন্ধকার দেখছে মানুষ। মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ১০ পয়সা। ডিজেল লিটারপ্রতি ৭৫ টাকা ৬৪ পয়সা। জ্বালানির খরচে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত। এর মধ্যে ফের গ্যাসের দাম বৃদ্ধিতে অশনি সংকেত মানুষের কপালে।
সুন্দরবনের মধু দিয়ে তৈরি হবে আরোগ্য সন্দেশ, উদ্যোগী রাজ্য সরকার
ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন সিলিন্ডারে ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়ছে সাড়ে চার টাকা। ফলে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬২০ টাকা ৫০ পয়সা। gas price lpg
এর আগে জুনের শুরুতেও বেড়েছিল ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম। ফের আরও একবার দাম বাড়ায় মুশকিলে সাধারণ মানুষ।