লড়াই ২৪ ডেস্ক: সোনা ঝরছে, ঝরছে সোনা। ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে সোনার দাম, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই দামে হুড়মুড়িয়ে পড়ছে সোনার দাম। সোমবারের পর মঙ্গলবারও দামে নিম্নগামী গ্রাফ দেখা গেল সোনায়।
বিশেষজ্ঞরা বলছেন, এবার সেপ্টেম্বর মাসে দুবার দাম পড়েছে সোনার। মাঝে দু-চার দিন বাদ দিয়ে প্রতিনিয়ত দাম কমেছে সোনার। যার জেরে এবার পুজোর আগে বেড়ে যেতে বাড়ে সোনা কেনার হিড়িক।
তবে এই কমতে থাকা গতি খুব শীঘ্রই থেমে যেতে পারে। সেই কারণে এখনই সোনায় বিনিয়োগের সঠিক সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read more………………..লোকাল ট্রেনে টিকিট কাটায় মিলবে কিছু সুবিধা, জানেন কি?
গত বছর এক দিন প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাটের) সোনার দাম উঠেছিল ৫৭ হাজার টাকার উপরে। ফলে, সেই দামের নিরিখে মঙ্গলবার সোনার দাম কমল ১০ হাজার ২০০ টাকারও বেশি।
শুধুই সোনা নয়, রুপোর দামও কমার ধারাবাহিকতাও বজায় থেকেছে এই সেপ্টেম্বরে। সোমবার অবশ্য রুপোর দাম আগের সপ্তাহের চেয়ে সামান্য বেড়েছে। কিন্তু মঙ্গলবার কলকাতায় এক কিলোগ্রাম ওজনের রুপোর দর কমে হয় ৬০ হাজার ৩৬১ টাকা।