অসম: কাজিরাঙা অভয়ারণ্যের সোনালি বাঘ!বাঘটির ছবি টুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। তিনি লিখেছে, ‘‘ আপনি কি জানেন আমাদের দেশে সোনালি বাঘও আছে। ২১ শতকে দেখা পাওয়া একমাত্র এই প্রজাতির ‘বিগ ক্যাট’’’।
সোনালি রঙের বাঘ। দেখতে অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হলেও ফারাক তার গায়ের রঙে। এটাই এই বাঘের বৈশিষ্ট্য। এর গায়ে হলুদের উপরো কালো কালো ডোরাকাটা নেই। এর গায়ে হলুদের উপরে সোনালি রঙের দাগ। সেই সঙ্গে কিছুটা লাল আর কিছুটা খয়েরি রঙের আভা। এটাই ‘সোনালি বাঘ’ চেনার উপায়।
সম্প্রতি ব্ল্যাক প্যান্থারের ছবি ঘিরেও শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি দেখা মেলে ব্ল্যাক প্যান্থারের। উত্তর আফ্রিকার পার্বত্য এলাকায়, দক্ষিণ আফ্রিকা ও উত্তর ইরানেও এদের দেখতে পাওয়া যায়।