সুখবর! এবার টিকটকের মালিকানা হবে আমেরিকার!
চিন: চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকার মালিকানায় চলে আসতে পারে টিকটক, এমন কথাই জানালেন মার্কিন প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা লেয়ারি কুডলো।
সম্প্রতি ভারত চিন সংঘর্ষের ফলে ভারত চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে।
তাই ব্যবসায় ক্ষতি হওয়ার ফলে চিনের সঙ্গে সম্পর্ক সমস্ত সম্পর্ক ছিন্ন করছে বলেই ইঙ্গিত টিকটক সংস্থার। এবং ভারতের পর যদি আমেরিকা থেকে ব্যান করে দেওয়া হয় এই অ্যাপ তাহলে বিশাল বড় ব্যবসায় ক্ষতি হবে টিকটকের। যার ফলে মালিকানা ও দেশ বদল এর চিন্তা এই সংস্থার।
৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার যার মধ্যে রয়েছে টিকটক, ক্যামস্ক্যানার হ্যালোঅ্যাপ, ব্রাউজার।