Gopalnagar Nahata Jogendra Nath Mandal Memorial College news
লড়াই ২৪ : গোপালনগর নহাটা যোগেন্দ্র নাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে দশটি আলমারি ভেঙে ভয়াবহ চুরি হয়েছে । রবিবার সকালে কলেজের নাইট গার্ড পরিমল সরকার ঘুম থেকে উঠে দেখেন গেটের তালা ভাঙা রয়েছে। খবর পেয়ে কলেজে ছুটে আসেন কলেজের শিক্ষা কর্মীরা।
তারা জানিয়েছেন, কলেজের মোট ১১ টি তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকে দশটি আলমারি ভাঙে। সিসিটিভি ভেঙে নষ্ট করে৷ ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের আলমারি থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও আরেকটি আলমারি থেকে প্রায় ছয় হাজার টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা।
খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Gopalnagar Nahata Jogendra Nath Mandal Memorial College news

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন