Bank Account hacked
লড়াই ২৪ : হ্যাকিং করাটা বোধ হয় ইদানীং বেশ সোজাই হয়ে গেছে। আজকাল সবার অনলাইন অ্যাকাউন্টই তাই কমবেশি হ্যাকিংয়ের ঝুঁকির মধ্যে থাকে। এবার কেন্দ্রীয় সরকারের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের তরফে উইন্ডোজ ওএস ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তাদের তরফে বলা হয়েছে যে, এটি নতুন রানসমওয়ারের (ভাইরাস) খোঁজ পাওয়া গেছে। এই রানসমওয়ারের কোন উইন্ডোজ কম্পিউটারে অ্যাটাক করতে পারেন। এবং তাতে মজুদ করা তথ্যের ওপর ভিত্তি করে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তে তার ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব করতে পারেন।
Bank Account hacked