কলকাতা: এবার বেসরকারি বাস ও মিনিবাস এর কর মুকুব করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুকুব করা হবে বাস-মিনিবাস এর কর। শুধু বাসই নয় মুকুব করা হলো মোটর ভেহিকেল এরও কর।
করণা আবহে লকডাউনের জেড়ে প্রায় অনেক দিন বন্ধ ছিল বাস ও মিনিবাস পরিষেবা। ধীরে ধীরে পরিষেবা শুরু হবার পরও যাত্রী সংখ্যা নির্দিষ্ট যার ফলে বাস মালিকদের কমে গিয়েছে আয় এবং পেট্রোলের মূল্য বৃদ্ধিতে হচ্ছে সমস্যা,এই সমস্ত সমস্যা নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তা সত্ত্বেও সেই দাবি মানতে নারাজ ছিল রাজ্য সরকার।
১৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে মুখ্যমন্ত্রী জানান টাকার পরিবর্তে বাস মালিকরা কর মুকুবের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।