Toilet Violence
লড়াই ২৪ : সরকারি টয়লেট বানানো কে কেন্দ্র গুরুতর আহত হলেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী। এদিন আমডাঙা থানার মরিচা পঞ্চায়েতের অন্তর্গত মন্ডৌরী বাজারে মন্ডৌরী বাজারের ব্যবসায়ীদের ব্যাবহারের জন্য টয়লেট নির্মাণের পরিদর্শনে আসেন জেলা সদস্য প্রবীর ঘোষ।
এলাকারই কিছু যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রবীর ঘোষ কে বলে তারা এই টয়লেট বানাতে দেবেনা এর পরেই শুরু হয় হাতাহাতি।
অভিযোগ ভালুকা এক নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা প্রতিমা অনুগামীদের উপর হামলা করে কিছু দুষ্কৃতী। ঘটনায় তারক মন্ডল নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছে। এই ঘটনায় জেলা পরিষদ প্রবীর ঘোষ ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন পুরো ঘটনা উচ্চ নেতৃত্বকে জানানো হবে।
Toilet Violence