বলিউড অভিনেত্রী গওহর খানের বাবা জাফর আহমেদ খান প্রয়াত হলেন। তিনি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।তাঁর মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল।
গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়, সে কথা জানাননি অভিনেত্রী গওহর।
গওহর বাবার মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার হিরো। তোমার মতো মানুষ হয় না। আমার বাবা ঈশ্বরের দূত হয়ে পরলোকে চলে গিয়েছেন।বাবার চলে যাওয়ার পর তাঁর সুন্দর জীবন আমার কাছে আদর্শ হয়ে থেকে গেল। আমি তোমাকে খুব ভালবাসি। আমি অনেকটা তোমার মতোই বাবা। তবে তোমার মহান ব্যক্তিত্বের ১ শতাংশও হতে পারব না’।
গওহরের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন। কর্ণবীর বোহরা, গজরাজ রাও, সুযশ রাই প্রমুখ দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রীর পোস্টে। বাবার মৃত্যুর পর অভিনেত্রী ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছিলেন। অভিনেত্রী লিখেছিলেন, ‘হে আল্লাহ, আমার বাবাকে রক্ষা কর’।