করোনা টিকায় হবে GST ছাড়, বিরোধিতার পথে একাধিক রাজ্য

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Covid-19 Vaccine GST Price

দিল্লি:  প্রায় সাত মাস বাদ অনুষ্ঠিত হল জিএসটি কাউন্সিলের ৪৩তম বৈঠকে। করোনাকালে সমস্যা নিরসনই ছিল এর বিষয়। বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, কোভিড ভ্যাক্সিনের ওপর মিলবে না জিএসটি ছাড়। তবে মিউকরমাইকোসিস রোগের ঔষধের ওপর কমানো হবে জিএসটি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কোভিডের ঔষধ, পিপিই কিট থেকে ৫ শতাংশ জিএসটি আদায় করবে কেন্দ্র। ভেন্টিলেটরে ১২ শতাংশ জিএসটি, এন-৯৫ বা তিন স্তর বিশিষ্ট মাস্কে ৫ শতাংশ জিএসটি চাপানো রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কোনো ভাবেই এই জিএসটি হার কমানো যাবে না। তবে কোভিড সংক্রান্ত কোনো জিনিস আমদানির ক্ষেত্রে কমানো হবে শুল্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই রায়ে বিরোধিতা করেন একাধিক রাজ্যের অর্থমন্ত্রী।

আরও পড়ুন রাজস্থানে মাঝরাস্তায় খুন হল চিকিৎসক দম্পতি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, “অনেকেই তারাহুড়ো করে বলছে কর কমানোর জন্য কিন্তু টেকনিক্যালি বা আইনগতভাবে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে কর কমালেও শেষ পর্যন্ত বোঝা চাপবে সাধারণ মানুষের ওপর। আমি রাজস্ব আয়ের দিকটি নিয়ে কথা বলছি না। কোন কোন পণ্যগুলি অন্তর্ভুক্ত করা যেতে পারে তা বিচার করে দেখতে হবে।”

তিনি আরও জানান, “এই বৈঠকে সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন মত। আমি প্রস্তাব দিয়েছিলাম কমিটি গঠন করা হোক। আরেকটি দৃষ্টি ভঙ্গির প্রয়োজন। সাধারণ মানুষের কথা চিন্তা করেই সিধান্ত নেওয়া হবে।”

এই বৈঠকে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, ঝারখন্ডের সঙ্গে কংগ্রেস ও অন্যান্য বিরোধী শাসিত রাজ্যের নয় জন অর্থমন্ত্রীর দাবি, কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিটি জিনিসে জিএসটি হারকে নামাতে হবে শূন্যে। তবে এই বিষয়ে সহ মত হননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, এর ফলে পরবর্তীকালে রাজস্বের বোঝা চাপবে সাধারণ মানুষের ওপর।

আরও পড়ুন শরীরের আর অর্ধেক কোথায়? আপনি জানেন?

তবে রাজ্যের অর্থমন্ত্রীদের বক্তব্য বিরোধিতা করলেও তারপর তিনি কমিটি তৈরির প্রস্তাব দেন। ৮ জুনের মধ্যে ওই কমিটির রিপোর্টেই চূড়ান্ত সিধান্ত নেওয়া হবে।

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment