উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ হলং ডাকবাংলোয় আগুন। ১৯৬৭ সালে নির্মিত হলং এর ডাকবাংলো পুড়ে খাক। এমন কাঠের তৈরী নান্দনিক ডাকবাংলোর তুলনা ছিলো না। পর্যটকদের খুব কাছের এই বাংলোটি।
পর্যটকেরা বলছেন, ‘চোখে দেখা যায়না এই দৃশ্য। আলিপুরদুয়ারের ঐতিহ্য হলং বাংলো পুড়ে ছাই হয়ে গেল। বাঙালীর অনেক স্মৃতির অপমৃত্যু হল।এই দৃশ্য সব শেষ করে দিল। এ শুধু বাংলো পুড়ে গেল তা না…. বাংলার মানুষের অনুভুতি যেন ভস্ম হয়ে গেল।’
উত্তরবঙ্গের বন বাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও অত্যন্ত পছন্দের বন বাংলোগুলোর মধ্যে অন্যতম ছিল হলং বাংলো ।
আরও পড়ুন –কসবার অ্যাক্রোপলিস মলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে । এখনও পর্যন্ত কারণ জানা যায়নি ৷ 16 জুন থেকে উত্তরবঙ্গের সব ক’টি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভিতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
আজ এই বাংলোতে কেউ ছিল কি না, তা জানা যায়নি । কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বনাধিকারিকরা । শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে ।