Halisahar news
লড়াই ২৪ : হালিশহরে বাগমরে ছেলে কার্তিক ব্যানার্জি ও বৌমা নম্রতা ব্যানার্জির সঙ্গে একসাথে থাকতেন কৃষ্ণা ব্যানার্জি। ছেলে বউ খেতে দিত না মাকে , পাশাপাশি চলত দীর্ঘদিন ধরে অত্যাচার , সহ্য না করতে পেরে গায়ে আগুন দেয় বছর ষাটের কৃষ্ণা ব্যানার্জি, এমনই অভিযোগ করলেন পাড়া- প্রতিবেশীরা।
অগ্নিদগ্ধ হওয়ার পর নিয়ে যাওয়া হয় কল্যাণী যে এ এন এম হসপিটালে, তবে বাঁচানো যায়নি তাঁকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। নম্রতা ব্যানার্জিকে আটক করে পুলিশ। এবিষয়ে শুরু করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণা ব্যানার্জীর মেয়ে।
Halisahar news