করোনা আবহে মাথায় হাত মৃৎ শিল্পীদের
নদিয়া: করোনা আবহে জীবন যাপন করা দুস্কর হয়ে উঠেছে মৃৎশিল্পীদের জন্য। তাই তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার দুপুরে কৃষ্ণনগর জেলা শিল্প কেন্দ্রে বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগর সহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক মৃৎশিল্পীরা।
তাঁদের দাবি, লকডাউনের কারনে সম্পূর্ণভাবে কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই পেশার সাথে যুক্ত শিল্পীদের। সরকার থেকে শুধুমাত্র চাল ডাল ছাড়া আর অন্য কোন সাহায্য এখনো পর্যন্ত তারা পাননি।
যার ফলে বর্তমান পরিস্থিতিতে কার্যত অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে তাদের পরিবারের বাচ্চাদের। সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে এখন তাদের কাছে।
অবিলম্বে এইসব মৃৎশিল্পীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিক সরকার। মূলত এই দাবি নিয়েই বিক্ষোভ দেখানো হয় এবং জেলা শিল্প আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন মৃৎশিল্পীরা।