Happy valentine’s day – Lorai 24

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Happy valentine’s day

আজ “ভ্যালেনটাইন্স ডে” অর্থাৎ “ভালোবাসার দিবস”। সমস্ত রাগ-ক্ষোভ দূরে সরিয়ে আজ কাছের মানুষটাকে আরও একটু ভালোবেসে আপন করে নেওয়ার দিন। প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে স্বামী-স্ত্রী একে অপরকে ভরিয়ে দেবে ভালোবাসায় এবং ভালোবাসার উপহারে। এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, যে নামেই ডাকুন না কেন আদতে কিন্তু এটি ভালোবাসার দিন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই দিনটায় যে যার মতো করেই কাটান। কেউ কারোও প্রিয় মানুষের সঙ্গে, কেউ প্রিয় বইয়ের সঙ্গে, কেউ ঘুরে বেরিয়ে, কেউ বা বাড়ির সবচেয়ে পছন্দের কোণটা বেছে নিয়েই সারাটা দিন কাটায়। ভালোবাসার কোনো বিশেষ দিন হয়না তা যেমন ঠিক তেমনি সারা বছরের ব্যস্ততার মাঝে একটা দিন একটু স্পেশাল করে ভালোবাসার মানুষের জন্য হলে ক্ষতি নেই বৈকি। আর তাই হিংসা, রাগ, ক্ষোভ ভুলে ভালো থাকতে শিখুন, ভালোবাসতে শিখুন।

Happy valentine’s day

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment