হরিয়ানা: এবার হরিয়ানায় গ্রাজুয়েশন পাস করলেই মেয়েদের বিনামূল্যে পাসপোর্ট দেবে হরিয়ানা সরকার। শনিবার এই ঘোষণা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গ্র্যাজুয়েট হলেই ছাত্রীদের হাতে তাদের পাসপোর্ট তুলে দেওয়া হবে। পাসপোর্ট তৈরির পুরো প্রক্রিয়াটাই কলেজ চত্বরের মধ্যে করা হবে বলেও জানান তিনি। এর জন্য কোথাও দৌড়তে হবে না।
ভারতে যে কটি রাজ্য লিঙ্গ বৈষম্যে পিছিয়ে তারমধ্যে অন্যতম হরিয়ানা। উত্তর ভারতের এই রাজ্যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক কম। নারী স্বাধীনতা নিয়েও বারে বারে প্রশ্নের মুখে পড়েছে হরিয়ানা। ওয়াকিবহল মহল মনে করছে, শিক্ষিত মেয়েদের হাতে পাসপোর্ট তুলে দিয়ে, মহিলা ক্ষমতায়নে জোর দিতে চাইছে খট্টর প্রশাসন।