একসঙ্গে ২৫টি স্কুলে করে গেছেন শিক্ষকতা, তদন্তের নির্দেশ সরকারের
উত্তর প্রদেশ: একসাথে ২৫ টি স্কুলে শিক্ষকতা করে গেছেন উত্তরপ্রদেশের একজন শিক্ষিকা। যার ফলে বেতন বাবদ পেয়েছেন প্রায় এক কোটি টাকা। শিক্ষিকার নাম অনামিকা শুক্লা। তিনি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা।
এ বিদ্যালয় ছাড়াও তিনি আলিগড়, সাহারানপুর,আরও একাধিক স্কুলে গত এক বছরের বেশি সময় ধরে চালিয়ে গেছেন শিক্ষকতা।
উত্তরপ্রদেশে সমস্ত স্কুলের শিক্ষকদের বিস্তারিত তথ্য আপলোড করতে বলা হয়। সেখানে চাকরিতে যোগ দেওয়ার তারিখ এবং সমস্ত ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখার পর বিষয়টি নজরে আসে। ফলে জানা যায় যে, অনামিকা শুক্ল নামের ওই শিক্ষিকা একই সঙ্গে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় থাকা অন্তত ২৫ টি স্কুলে শিক্ষকতা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই শিক্ষিকার বেতন আটকে দেওয়া হয়। কিন্তু কিভাবে একাধিক স্কুল থেকে একজন শিক্ষক নিজের উপস্থিতির কথা জানাতে পারে, সেই সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।