চুরি করা বাইক পার্সেল করে নিজেই ফিরিয়ে দিল ‘ চোর ‘
তামিলনাড়ু: লকডাউনের মধ্যে বাড়ি ফেরার জন্য একটি মোটর বাইক চুরি করেন তামিলনাড়ুর এক চা ওয়ালা। কিন্তু কিছুদিন পর নিজেই বাইক মালিককে পার্সেল করে ফিরিয়ে দিল মোটরবাইক।
লকডাউন এর ফলে দীর্ঘদিন আটকে পড়েছিল ওই ব্যক্তি। তামিলনাড়ু কোয়েম্বাটুরে এক চায়ের দোকানে কাজ করতেন তিনি।বহুদিন পরিবারের সঙ্গে কোন যোগাযোগ ছিল না তার। তার দোকানের সামনে স্থানীয় এক যুবক মোটরবাইক রেখে যান এবং সেই বাইক নিয়ে চম্পট দেন তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে।
আশ্চর্য ভাবে ঘটনার দু সপ্তাহ পর পার্সেল ডেলিভারি কোম্পানির মাধ্যমে বাইক ফেরত দেন খোদ বাইক চোর। যদিও সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পেরে গিয়েছিলেন চায়ের দোকানের কর্মচারী আসল বাইক চোর। তবুও বর্তমানে বাইক ফেরত পেয়ে যাওয়ায় খুবই খুশি বাইক মালিক সুরেশ কুমার।