Hero Alam
লড়াই ২৪ : আশরাফুল আলম যাঁকে হিরো আলম নামেই চেনে দুই বাংলা। তিনি যা করেন তাই ভাইরাল, হিরো আলমের বেসুরো গানের ভিউ সংখ্যা দেখলে মাথা ঘুরে যাবে। কারণ হিরো আলমের ভিডিয়ো মানেই তো ভাইরাল।
এবার বাংলাদেশের বগুড়ার এই হিরো আলম আচমকাই সিনেমা থেকে সন্ন্যাসের ঘোষণা করলেন। ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন হিরো আলম, আর বললেন ঢালিউডের তথাকথিত স্টারেদের হাতে অপমানিত হতে হতে তাঁর দেওয়ালে পিঠ ঠেকেছে। আর অপমান সহ্য করতে পারছেন না তিনি, তাই ছবি না বানানোর সিদ্ধান্ত।
হিরো আলম মূলত সম্প্রতি ওপার বাংলার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বারবার এফডিসিতে গিয়ে অপমানিত হয়েছেন। তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার মনে করছেন সকলে।
এদিন ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘….সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনও সিনেমাও বানাব না। পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি আর করব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা ধিক্কার, লাঞ্ছিত, অত্যাচার, অপমান করে চলেছে।’
Hero Alam