কলকাতা: কোভিড পরিস্থিতিতে বড়সড় স্বস্তি অভিভাবকদের। স্কুল ফি বকেয়া থাকলে বা পুরো অর্থ না দিতে পারলেও, রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীর ক্লাস বাতিল করতে পারবে না বা স্কুল থেকে নাম বাদ দিতে পারবে না, এমনটাই নির্দেশ হাইকোর্টের ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয় এমন কোনোরকম পদক্ষেপই হাইকোর্টের অনুমতি ছাড়া করা যাবে না, বলা হয়েছে এই নির্দেশে। এই মামলার পরবর্তী শুনানি ২ জুলাই। ততদিন পর্যন্ত এই রায়টিই কার্যকর থাকবে।
আর পড়ুন…ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ, দাবি AIIMS-এর ডিরেক্টরের
রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ। অনলাইনেই চলছে পড়াশোনা। নেই কোনো পরিবহণ, নেই ক্লাসরুম, বন্ধ প্রাক্টিক্যাল। কিন্তু তারই মধ্যেই কিছু প্রতিষ্ঠান আগের তুলনায় বাড়িয়েছে ফি, এমনটাই দাবি অভিভাবকদের। কোভিড পরিস্থিতির কারণে বহু পরিবারেই দেখা গেছে আর্থিক সমস্যা। তার মধ্যে আবার স্কুল-কলেজগুলির ফি বৃদ্ধির ফলে নাজেহাল হয়ে পড়েছেন অভিভাবকরা। কাজেই এই ফি বৃদ্ধি মেনে নিতে না পেরে বহু অভিভাবক স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। অপরদিকে পাল্টা আক্রমণ থেকে বিরত থাকেনি বেসরকারি স্কুলগুলি।
এই আবহেই এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। যার ভিত্তিতে রাজ্যের শীর্ষ আদালত এদিন জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের ফি বকেয়া থাকার কারণে তাদেরকে ক্লাস থেকে বাদ দিতে পারে না। এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে ২ জুলাই। ততদিন পর্যন্ত আদালতের এই রায়টিই কার্যকর থাকবে।