ইসলামাবাদ: করোনা ভাইরাসে জর্জরিত পাকিস্তান। এরই মাঝে পাকিস্তানে পুরো দমে চলছে ওয়ার গেম বা যুদ্ধ মহড়া। পাকিস্তানের বায়ুসেনার এই যুদ্ধ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘হাই মার্ক’।
মিরাজ-৩, জেএফ-১৭ ও এফ-১৬ সহ বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে এই মহড়া সারছে পাকিস্তান। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ভারতীয় বাহিনী।
ওয়াজ খান নামে এক পাকিস্তানি সাংবাদিকও তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন. ‘ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছে বলে গুজব ছড়িয়েছে।’ সরকারের কাছে আসল সত্যিটা জানানোর দাবি করেছেন তিনি।
অনেকে অবশ্য লিখেছেন যে ওগুলো আসলে পাকিস্তানেরই যুদ্ধবিমান। সলমন মনজুর নামে এক ব্যক্তি ভিডিও শেয়ার করে লিখেছেন ওগুলো আসলে পাক বিমান বাহিনীর JF17 Thunder ও Mirage.