গেস্ট হাউসেই রমরমিয়ে চলা মধুচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

গেস্ট হাউসেই রমরমিয়ে চলা মধুচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭

নয়ডা: নয়ডা সেক্টর ১২ এর একটি গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে চলে আসছিল মধুচক্রের আসর। ঘটনার খবর পেয়ে শুক্রবার সেখানে হানা দেয় নয়ডা-২৪ থানার পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার হয় ৪ তরুণী সহ ৩ যুবক। এর মধ্যে একজন নাবালিকাও আছে বলে খবর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

গেস্ট হাউসে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার একাধিক আপত্তিকর জিনিষপত্র, মদের খালি বোতল সহ কিছু নথিপত্র। গ্রেপ্তার হওয়া যুবতীদের মধ্যে একজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিহার থেকে নিয়ে আসা হয়, পরে তাকে জোর করে দেহব্যবসায় নামানো হয় বলে খবর। পুলিশ ঘটনার সত্যতা যাঁচায় করছে। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের যুবতীও আছে বলে জানা গিয়েছে।

नोएडा में सेक्स रैकेट का पर्दाफाश

উল্লেখ্য, এই গেস্ট হাউসে মধুচক্রের আসর ডিজিটাল প্লাটফার্মেও জায়গা তৈরি করেছিল। কাস্টমারদেরকে অনলাইনেও যুবতীদের ফটো দেখানো হত। পছন্দ হলে টাকার লেনদেন সম্পন্ন করে যুবতীকে ডাকা হত। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার উদঘাটন করে পুরোদমে তদন্ত শুরু করেছে ইউপি পুলিশ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment