আসছে না তেমন ইলিশ, মন ভার বাঙালির

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Hilsa Fish

লড়াই ২৪ ডেস্ক: মাছে ভাতে বাঙালি। কিন্তু অন্য মাছ থাকলেও পাতে নেই রুপোলি শস্য ইলিশ। সেই কারণে যথেষ্ট মন ভার বাঙালির। প্রত্যেক বছরই রান্নার পুজোর ঠিক আগে বাড়ে ইলিশের চাহিদা। যথারীতি ক্রেতারা ইলিশ মাছ কেনার জন্য ভিড় করে বাজারে। বেছে বেছে পছন্দ মতো মাছ বাজারের ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে প্রতিবারের মতো এবারের পরিস্থিতি অনেকটা আলাদা। দিঘা, ডায়মন্ড হারবার থেকে ইলিশ আসছে অনেক কম। বাংলাদেশ থেকে এখনো ইলিশ এসে পৌছোয়নি এইবার। সুতরাং খাঁ খাঁ করছে বাজার। নেই ইলিশ, ফলত মন ভার বাঙালির।

Read more………………..Corona Case Update: ফের বাড়লো করোনা সংক্রমণ, চোখ রাঙানি তৃতীয় ঢেউয়ের

তবে এরই মধ্যে এক পশলা আশার কথা জানিয়েছে হাওড়ার মাছ বাজারের ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছে, দুর্গা পুজোর আগেই ইলিশের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন তাঁরা।

মাছ বিক্রেতারা জানিয়েছেন, এবারে বড় আকারের মাছ নেই বললেই চলে। যেগুলো আছে সব ছোটো আকারের। ৩০০ থেকে ৪০০ গ্রামের মাছের দাম প্রতি কিলোয় ৪০০ থেকে ৫০০ টাকা। বড় সাইজের মাছের দাম এতোই বেশি যে তা স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব নয়। আবার তাতে স্বাদও নাকি তেমন নেই। য়ানমার থেকে যেটুকু মাছ এসেছিল, সেগুলি আগেই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এ বছর দিঘা, শংকরপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার কিংবা বাংলাদেশ থেকে ইলিশ মাছের আমদানি নেই, তাই জোগানেও ভাটা পড়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment