Hiran Chatterjee may join bjp
কলকাতা: এবার কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এমনটাই জানাচ্ছে জি-নিউজের বাংলা পোর্টালটি। তাঁদের রিপোর্ট অনুসারে বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
হিরণ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। সেখান থেকে তিনি আদৌ গেরুয়া শিবিরে নাম লেখান কিনা সেটাই এখন দেখার।
উল্লেখ্য, সাম্নেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে টলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে দলবদল ও দলে যোগদানের গুঞ্জন। । বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য শনিবার দিল্লি উড়ে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রর শিবির বদলের খবর নিয়ে যখন জোর জল্পনা চলছে।
অন্যদিকে অভিনেতা কৌশিক রায় শুক্রবার বিজেপিতে যোগ দেন। তিনি জানিয়েছেন, মানুষের সেবা করতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
Hiran Chatterjee may join bjp