ব্যারাকপুর- প্রায় তিন মাস বন্ধ লোকাল ট্রেন ফলতো বন্ধ হয়ে আছে রেল স্টেশন এলাকার ছোট ছোট দোকান গুলিও। অনেকে নিজের জন্য বেছে নিয়েছে অন্য কোন পেশা আবার অনেকেই রয়েছে ঘর বন্দী হয়ে অভাবে।
একটানা দোকান বন্ধ থাকায় শিয়ালদা ডিভিশনের ব্যারাকপুর স্টেশন চত্বরে নিজের দোকানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক রেল হকার। ব্যারাকপুর স্টেশন এর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দোকান ছিল সঞ্জয় পাশওয়ান এর। তার সংসার চালানোর একমাত্র ভরসা ছিল ওই দোকান।
বর্তমানে রেল কর্তৃপক্ষ ব্যারাকপুর স্টেশনে কোন দোকান খোলার অনুমতি দেয়নি এবং নোটিশ দিয়েছে স্টেশন চত্বরে ১৫০ মিটার এর মধ্যে কোন দোকান খোলা যাবে না। ফলতো স্বাভাবিক ভাবেই রোজগার বন্ধ হয়ে যায় সঞ্জয়ের। সোমবার রাতে তাঁর দোকান থেকে দেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ক্ষুব্ধ অন্যান্য হকাররা কেন আনলক ওয়ান শুরু হওয়ার পরেও রেল চত্বরে দোকান খোলার অনুমতি দিচ্ছে না রেল কর্তৃপক্ষ সেই প্রশ্ন তুলছে তারা।