ফের হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নয়াদিল্লি: গতকাল রাতে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির এইমস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এর আগেও তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর শীর্ষ হাসপাতালে করোনা কেয়ারের জন্য।
৫৫ বছর বয়সী এই বিজেপি নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লক্ষ মানুষ। ২ অগাস্ট তাঁকে গুডগাঁওয়ের মেদন্তের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ১৪ অগাস্ট তিনি নিজে টুইট করে জানান যে, চিকিৎসকদের পরামর্শে তিনি আরও কিছুদিন হোম কোয়ারেনটিন এ থাকবেন।
গত ১৮ অগাস্ট তাঁকে দুর্বলতা জনিত কারনে এইমস-এ ভর্তি করা হয়েছিল। এরপর ১৩ দিন হাসপাতালে থাকার পর গত ৩১ অগাস্ট ডাক্তাররা জানান তিনি সুস্থ আছেন। এরপর তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
গতকাল রাত ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।