চাকরির দায়িত্ব সামলে করোনাতেই মৃত সেনানী, মাতৃহারা হল এক শিশু
হুগলী: আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর আটত্রিশের এক মহিলা প্রশাসনিক আধিকারিকের। হুগলির চন্দননগরের মহকুমাশাসকের দফতরের দেবদত্তা রায় নামে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমবার সকালে শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান।
তাঁর বাড়ি দমদমের মতিঝিলে। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যে সব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাঁদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব সামলেছিলেন তিনি।
ওই আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠিতে ওই আধিকারিককে কোভিড-যুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রের খবর, চার বছরের সন্তানকে দেখভালের জন্য ওই আধিকারিক গত ১ জুলাই থেকে ছুটি নেন। পরে তাঁর জ্বর হয়। গত বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ মেলে।
রবিবার তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মারাত্মক ভাবে কমে গিয়েছিল। অক্সিজেন দেওয়া হয়। তবে, বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার রিপোর্ট মেলে,
কর্মস্থলে জনপ্রিয় ছিলেন ওই আধিকারিক। পুরুলিয়ায় বিডিও থাকার সময়েও যথেষ্ট কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবরে হুগলি জেলা প্রশাসনিক মহলে শোকের ছায়া নামে।