হরিয়ানার মান্ডিতে ফসল বেচতে বাধা উত্তরপ্রদেশের কৃষকদের,পথ আটকাল পুলিশ
হরিয়ানা: গত রবিবার কৃষি বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাতে বলা হয়েছে, কৃষকরা যে কোনও জায়গায় ইচ্ছামতো দামে তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।
কিন্তু, সোমবার উত্তরপ্রদেশ থেকে ৫০ জন কৃষক হরিয়ানার কারনালে সরকার নিয়ন্ত্রিত মান্ডিতে ধান বেচতে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকে দেয়।
শনিবার কারনালের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব নির্দেশ দেন সীমান্ত পেরিয়ে কেউ যদি বাসমতী ছাড়া অন্য ধরনের চাল বেচতে আসে, তাকে যেন বাধা দেওয়া হয়।
বাসমতী ছাড়া অন্য ধরনের চালের জন্য হরিয়ানা সরকার ন্যূনতম সহায়ক মূল্য স্থির করেছে। কিন্তু উত্তরপ্রদেশে তা স্থির করা হয়নি। কারনাল জেলা প্রশাসন লক্ষ রাখছে যাতে স্থানীয় কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান বেচতে পারেন।
হরিয়ানা সরকার নির্দেশ দিয়েছে, অন্য রাজ্য থেকে এসে কেউ যদি বাসমতী বাদে অন্য চাল বেচতে চান, আগে তাঁদের একটি সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপর নির্দিষ্ট সময়ে তাঁরা ধান বেচতে পারবেন।
হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব (খাদ্য ও অসামরিক সরবরাহ) পি কে দাস বলেন, “হরিয়ানায় অন্য রাজ্যের কৃষকদের ফসল বেচতে বাধা নেই। কিন্তু ভিন রাজ্যের চাষিদের আগে পোর্টালে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।
কোভিড অতিমহামারীর ফলে খাদ্যশস্য সংগ্রহে দেরি হচ্ছে। যে কৃষকরা নাম নথিভুক্ত করবেন, তাঁদের কাছে এসএমএস পাঠানো হবে। তাঁরা জানতে পারবেন, কবে তাঁদের ফসল বিক্রি করতে দেওয়া হবে।”
বিরোধীদের মতে, হরিয়ানা সরকার ঘুরপথে স্থানীয় কৃষকদের সুবিধা দিতে চায়। তা নতুন কৃষি আইনের বিরোধী।