ভয়াবহ ট্রাক বিস্ফোরণ, মৃত সাত ও আহত চল্লিশ
বোগোটা : জ্বালানি ট্রাক থেকে বিস্ফোরনে প্রাণ হারালো ৭ জন। এছাড়া আহত ৪০ জন। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে ব্যারনকুইলা থেকে ৪০ মাইল পূর্বে হাইওয়েতে।
সূত্রের খবর প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিল তা থেকেই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান ট্রাকটি রাস্তায় উল্টে যাবার পর অনেকেই ভিড় জমিয়েছিলেন জ্বালানি নেওয়ার জন্য । আবার অনেকে চালককে উদ্ধার করার জন্য। এরপরেই আচমকা খুব জোরে শব্দ করে ট্রাকটিতে আগুন ধরে যায়।
এই ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউক বলেছেন ” এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা । আমরা দুর্ঘটনার কারন খতিয়ে দেখছি “।