ফের উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে চিকিৎসারত দুই সদ্যোজাতর শরীরে মিলল করোনার অ্যান্টিবডি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে চিকিৎসারত দুই সদ্যোজাতর শরীরে মিলল করোনার অ্যান্টিবডি

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ২ সদ্যোজাতের শরীরে করোনার অ্যান্টিবডির হদিশ। দু’জনই কোলাঘাটের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গর্ভেই করোনা সংক্রমণ হয়েছে বলে অনুমান চিকিৎসকদের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ভারতে হদিশ মিলেছে করোনার নতুন স্ট্রেনের! বিশেষজ্ঞদের মতে, নতুন এই স্ট্রেনের সংক্রমণের ক্ষমতা আগের তুলনায় বেশ কয়েকগুণ বেশি! এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের ২ সদ্যোজাতের শরীরে করোনার অ্যান্টিবডি মেলায় উদ্বেগ আরও বেড়েছে। তাহলে কী গর্ভস্থ শিশুর শরীরেও থাবা বসাচ্ছে করোনা ভাইরাস?

এই দুই সদ্যোজাতর একজনের বাড়ি ভগবানপুরে। অন্য জনের বাড়ি হলদিয়ায়। জন্মের পর দু’জনেরই শারীরিক সমস্যা ছিল। দুই শিশুকেই কোলাঘাটের শুশ্রুষা শিশু সেবা নিকেতনে ভর্তি করা হয়। এরপর দু’জনের সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়। হাসপাতাল সূত্রে খবর, দেখা যায় দুই শিশুরই রিপোর্ট পূর্ণ বয়স্ক করোনা আক্রান্ত রোগীদের মতো।

অ্যান্ডিবডি টেস্টের জন্য দু’জনের রক্তের নমুনা কলকাতার বেসরকারি ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট আসার পর দেখা যায়, দুই শিশুর রক্তেই করোনার অ্যান্টিবডি রয়েছে। চিকিৎসকদের অনুমান, গর্ভে থাকাকালীন শিশুদুটি করোনা আক্রান্ত হয়।
হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক বলেছেন, সম্ভবত মায়ের থেকে সংক্রমণ হয়েছে। প্রসবের আগে যদি প্রোটোকল মেনে দু’ই প্রসূতির করোনা পরীক্ষা করা হত, তাহলে আগেই এটা ধরা পরত। সেটা করা হয়নি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment