গত দুই দিন ধরে চলছে একটানা বৃষ্টি। আর এই দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় টিটাগড় পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি একাংশ ধসে পড়ায় এলাকায় ছড়াল প্রবল চাঞ্চল্য।
নিম্নচাপের জেরে গোটা রাজ্য বিশেষ করে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা জুড়ে চলছে নাগারে বৃষ্টি। এর জেরে বহু দিনের পুরোনো একটি বাড়ির একাংশ রবিবার রাতে ভেঙ্গে পড়ে । দমকল বাহিনী ও পুলিশ এসে উদ্ধার কার্যে হাত লাগায়।
এই ঘটনায় বড় কোন হতাহতের খবর না থাকলেও এই বাড়ির এক বাসিন্দা এই ঘটনায় আহত হয়। তাকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী এই এই বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকতো। বেশ কিছুদিন আগে এই বাড়িটি বিপদ জনক বলে টিটাগড় পৌর সভার তরফ থেকে জানানো হলেও বাড়িটি নতুন করে বানানো হয় নি। ফলে প্রবল বৃষ্টিতে ধ্বসে পড়ে বাড়িটির একাংশ। এদিন এই ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসেন পৌরপ্রধান কমলেশ সাউ, কাউন্সিলার মুজিবর রহমান।