ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত ১৫টি দোকান সহ বসত বাড়ি
গঙ্গসাগর: মঙ্গলবার সন্ধ্যে ৭ টা নাগাদ গঙ্গাসাগরে কপিল মুনির মন্দীর চত্তরে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভষ্মীভুত হয়ে যায় ১৫টি দোকান সহ বসত বাড়ি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগর কোষ্টাল থানার পুলিশ ও দমকলের ১টি ইঞ্জিন। পুলিশ ও দমকল কর্মী সহ স্থানিয় মানুষজন আগুন নেভাবার কাজে হাত লাগায়।
জানা গিয়েছে, মিলন গিরি নামের ব্যক্তির চায়ের দোকানে কেরোসিন তেল ঢেলে বোলতার বাসা পোড়াতে গিয়ে এই বিপত্তি ঘটে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলেন্ডারে আগুন লেগে তা ফেটে যায়।
এরপর আশেপাশের কয়েকটি খাবারের দোকানেও আগুন লাগে। আস্তে আস্তে একের পর এক খাবারের দোকন, ভুসিমালের দোকানে ছড়িয়ে পরে আগুন।
স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় ১ ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। ততোক্ষণে ভস্মীভূত হয়ে যায় দোকান-পাট। দেরিতে আসায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।
পরে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।