নববধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো কাকাশ্বশুরের বিরুদ্ধে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Rape

লড়াই ২৪ ডেস্ক: ঘটনা ভাঙরের। বেশ কয়েকদিন ধরেই নববধূকে কুপ্রস্তাব দিচ্ছিল কাকাশ্বশুর। এবার নববধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মাস ছয়েক আগে বিয়ে হয়েছে ওই নববধূর। তার বয়ান অনুযায়ী, “বিয়ের পরই বুঝতে পারি কাকাশ্বশুরের নজর ভালো না। কয়েকদিন পর থেকেই কুপ্রস্তাব দিতে শুরু করেন তিনি। প্রথমে কাউকে কিছু না জানালেও পরে স্বামীকে  জানাই।  তিনি শাশুড়ি মা-কে বলেন। শাশুড়ি মা কাকাশ্বশুরকে সতর্ক করেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না।”

আরও পড়ুন…………..আফগান মুসলিম শরণার্থী নিয়ে ভিন্ন মত ভিএইচপি ও সংঘের

বৃহস্পতিবার সন্ধ্যায় হটাৎই দরকারি কাজে কাকাশ্বশুরের বাড়ি যান নববধূ। এরপর কাজ শেষে বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ই বধূকে পিছন দিক থেকে মুখ চেপে ধরে টেনে পাশের কলাবাগানে নিয়ে যায়। এরপর বধূর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বেরোলে পালিয়ে যায় অভিযুক্ত।

নির্যাতিতা জানিয়েছে, “এতদিন লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাইনি। কিন্তু এই বার হাত ধরে টানাটানি করায় পুলিশে অভিযোগ দায়ের করি। আপাতত পুলিশ অভিযুক্তকে খুঁজছে।”

Rape

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment