ব্রিটেনের প্রধান মোবাইল ফোন অপারেটর ‘ইই’ অভিভাবকদের পরামর্শ দিয়েছে, ১১ বছর বয়সের আগে শিশুদের স্মার্টফোন না দেওয়ার। তারা বলছে, এই বয়সের শিশুকে ফিচার ফোন দেওয়া যেতে পারে, যা দিয়ে শুধু কল ও টেক্সট করা সম্ভব। এতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট ব্যবহারের অভ্যাস কমে যাবে।
জরিপে দেখা গেছে, ব্রিটেনে ১১ বছর বয়সী ১০ জন শিশুর মধ্যে ৯ জনই ফোন ব্যবহার করে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়স ১৩ বছর, ৮ থেকে ১২ বছর বয়সী ৬০ শতাংশ শিশু এসব প্ল্যাটফর্মে সক্রিয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি শিশুর মধ্যে দুইজনই অনলাইনে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়। গত মে মাসে ব্রিটেনের শিক্ষা কমিটির সদস্যরা ১৬ বছরের কম বয়সি শিশুর স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশেও কি এমন আইন প্রবর্তন করা উচিত?