গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর! কোনোপ্রকার বিনিয়োগ ছাড়াই প্রতিদিন ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাও আবার বাড়িতে বসেই। কিন্তু কিভাবে করবেন তা জানেন কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষজন আগের তুলনায় অনেকবেশি উন্নত। আর সেই কারণেই আজকালকার যুগের ছেলে-মেয়েরা সব উন্নত টেকনোলজি ব্যবহার করে থাকেন। আর তার মধ্যে রয়েছে অত্যাধুনিক জনপ্রিয় একটি অ্যাপ গুগুল পে (Google Pay)।
এই অ্যাপের মাধ্যমে যেকেউ সহজেই অন্যকে টাকা পেমেন্ট করতে পারেন। এমনকি বিভিন্ন দরকারি কাজও মেটাতে পারেন। আর এবার সেই অ্যাপের মাধ্যমেই আপনি সহজে টাকা উপার্জন করতে পারবেন। তবে, এরজন্য রয়েছে দুটি পদ্ধতি। একটি হল অ্যাপ রেফারেল (App Refarel) আর অন্যটি হল গুগুল পে অ্যাপ ক্যাশব্যাক অফার (Google Pay App Cashback Offer)। কিন্তু এখনকার জেনারেশনের অনেকেই যেমন এই অ্যাপটি ব্যবহারের পাশাপাশি এর অনেক ফিচার সম্বন্ধে জানেন তেমনই আবার অনেকেই এর ব্যাপারে জানেন না।
সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, কোনো ব্যক্তি যদি তার নিজের গুগুল পের লিঙ্ক অন্য কাউকে শেয়ার করে থাকেন তাহলে ওই শেয়ার করা ব্যক্তিটি গুগুল পের (Google Pay) অ্যাপের অফার অনুয়ায়ী ১০১ টাকা পাবেন। যদিও কোনো কোনো সময় গ্রাহকরা ২০২ টাকাও ক্যাশব্যাকও (Cashback) পেয়ে থাকেন। তবে, হ্যাঁ ওই ব্যক্তি তখনই টাকা পাবেন যখন সেই ব্যক্তি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে প্রথম পেমেন্ট করবেন। তবে, আপনি চাইলে আপনার একাউন্ট থেকে কিছু টাকা পাঠিয়ে তারসঙ্গে লেনদেন করে নিলে অতি শীঘ্রই ক্যাশব্যাকের টাকা পেয়ে যাবেন।
এইভাবেই কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই অ্যাপ্লিকেশনটি ৫ জনের সঙ্গে শেয়ার করেন তাহলেই অনায়াসে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এছাড়াও কেউ যদি গুগুল পে (Google Pay) মারফত গ্যাসের বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ, ব্রডব্যান্ড রিচার্জ এসব করে থাকেন সেক্ষেত্রেও গুগুল পে অফার দেয়। তাহলে আর চিন্তা কিসের? এবার থেকে বাড়িতে বসে সহজেই গুগুল পে মারফত হাজার হাজার টাকা রোজগার করুন।