how to invest on share market
রাজকুমার দাশগুপ্ত: শেয়ার বাজার থেকে কি কোটিপতি হওয়া সম্ভব ? অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন সংযম, দৃঢ়তা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। শেয়ারবাজারের উত্থানের গল্প শুনে নিজের সর্বস্ব নিয়ে শেয়ারবাজারে ঝাঁপিয়ে পড়লে ক্ষতির মুখোমুখি হওয়া অবশ্যম্ভাবী। একইসঙ্গে মনে আসে শেয়ারবাজারের প্রতি এক বিরূপ প্রতিক্রিয়া, যা কখনোই কাম্য নয়। তাই সাঁতার না জানলে জল মেপে পা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
সাধারণত দুই ধরনের ব্যাবসায়ীরা শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে থাকেন। ইনভেস্টর, আর ডেইলি ট্রেডার। ইনভেস্টররা কোনও একটি ভালো কোম্পানি চিহ্নিত করে সেই কোম্পানির শেয়ার কেনেন বহু বছরের জন্য। যখন সেই কোম্পানির শেয়ার 50 থেকে 60 গুণ বেড়ে যায় তখন তারা সেই শেয়ার বিক্রি করে দেন।
অন্যদিকে, ডেইলি ট্রেডারেরা প্রতিদিন সকালে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে ও দিনের শেষে লাভ বা ক্ষতি যাই হোক না কেন শেয়ার বিক্রি করে দেয়। শেয়ার বাজারের যত প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে আমরা দেখি, তারা প্রত্যেকেই ইনভেস্টর কেউ কিন্তু ডেইলি ট্রেডার নয়।
আরও খবর পড়ুন – ‘মুকুল রায় বেইমান-গদ্দার-মিরজাফর’, তীব্র কটাক্ষ গেরুয়া নেতৃত্বের
তারা প্রত্যেকেই কিন্তু কোনও না কোনও কোম্পানিতে ইনভেস্ট করে ১৫-২০ বছর পরে তার ৫০ থেকে ৬০ গুণ রিটার্ন পেয়ে আজকে ধনীতে পরিণত হয়েছে। কেউ রাতারাতি ট্রেডিং করে বড়লোক হয় নি।
কিন্তু যারা শেয়ারবাজারে একদম নতুন? নিম্ন মধ্যবিত্ত ঘরের কোটি টাকার স্বপ্ন দেখা ছেলেটা যাকে উপদেশ দেওয়ার কেউ নেই, সে কিভাবে শেয়ার বাজারে প্রবেশ করবে?
নতুনদের বিনিয়োগের সবথেকে ভালো জায়গা ইকুইটি মিউচুয়াল ফান্ড, কারণ, নিজে ইনভেস্ট করলে কোনও কোম্পানির শেয়ার নিজেকেই বেছে কিনতে হবে, কিন্তু কোন কোম্পানির শেয়ার কিনতে হবে তা একজন নবাগতর পক্ষে বোঝা খুবই দুরূহ ব্যাপার। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা।
আরও খবর পড়ুন – Rain Update: দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের পূর্বাভাস,ভিজবে উত্তরও
প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের প্রশিক্ষিত ফান্ড ম্যানেজার আর তার টিম থাকে যারা গবেষণা করে কোন কোম্পানির শেয়ার কিনতে হবে তা নির্ধারণ করে ও তাতে বিনিয়োগ করে। অন্ততপক্ষে ২-৩ বছর কোন ব্যাংকের ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ও পাশাপাশি শেয়ার মার্কেট ফলোও করে, তবেই শেয়ারের ব্যবসায় নামা উচিত। “শেয়ারবাজারের ব্যাবসা হল ৯৯% ভাগ্য আর ১% ট্রেনিং। কিন্তু এই ১% ট্রেনিং দিয়েই ৯৯% ভাগ্য নির্ধারিত হয়”।
how to invest on share market